স্টাপ রিপোর্টার:
গাজীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি ও এক ফার্মেসীতে নকল ঔষধ বিক্রির দায়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২১ জুলাই) গাজীপুরা সাতাইশ রোড এলাকায় ডেন্টি ফুড নামে একটি খাদ্যদ্রব্য উৎপাদনকারী বেকারী প্রতিষ্ঠান নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে কেক, বিস্কুট, টোস্ট, চানাচুর ,লাড্ডুসহ বিভিন্ন ধরনের খাদ্যপণ্য অননুমোদিত উপকরণ ব্যবহারের মাধ্যমে উৎপাদন ও বিক্রি করার অপরাধে
৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া একই এলাকায় মিয়াবাড়ী ফার্মেসী নামে একটি ফার্মেসি অনুমোদনবিহীন বিদেশী ঔষধ ও নকল জীবানুনাশক বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট
মনিষা রানী কর্মকার এ অভিযানের নেতৃত্বদেন।
মনিষা রানী কর্মকার জানান,গাজীপুরা সাতাইশ রোড এলাকায় ডেন্টি ফুড নামক বেকারীকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরির দায়ে ৫০ হাজার টাকা এবং একই এলাকায় মিয়াবাড়ী ফার্মেসীকে অনুমোদনবিহীন বিদেশী ঔষধ ও নকল জীবানুনাশক বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় সেনেটারী ইন্সপেক্টর , পুলিশ সসদস্য ও ব্যাটালিয়ন আনসার সদস্যগণ উপস্থিত ছিলেন।