গাজীপুর মহানগরীর কোনাবাড়ী দেওয়ালিয়া বাড়ি এলাকায় মঙ্গলবার রাতে একটি কারখানার ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে গোডাউনে থাকা মালামাল পুড়ে গেছে।
স্থানীয় ব্যবসায়ী ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানায়, দেওয়ালিয়া বাড়ি এলাকায় ব্যবসায়ী মোঃ ডালিম হোসেন একটি গোডাউন তৈরি করে সেখানে কারখানার পরিত্যক্ত মালামাল সংগ্রহ করে রাখতেন। মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে ওই গোডাউনের ভিতরে থেকে আগুন জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যেই আগুন পুরো গোডাউনের ছড়িয়ে পড়ে। এ সময় আশপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে ব্যর্থ হয় এ দমকল বাহিনীকে খবর দেয়। দমকল বাহিনীর তিনটি ইউনিট চেষ্টা চালিয়ে রাত সাড়ে দশটার দিকে আগুন নিয়ন্ত্রণ করে। আগুনে লেলিহান শিখা বন্ধ হয়ে গেলেও গোডাউনের ভিতরে থাকা কাপড়ের ভেতর থেকে ধোয়া বের হচ্ছিল।
সারাবো ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ তাশারফ হোসেন জানান, টিনসেডের একটি ঝুট গুদামে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনের ঝুট ও টিনশেডের গুদাম পড়ে গেছে। তাৎক্ষণিক আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।