প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ৯:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১২, ২০২৩, ৩:৫৭ অপরাহ্ণ
গাজীপুরে আন্তঃজেলা পিকআপ চোর চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
গাজীপুর ও ময়মনসিংহ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা পিকআপ চোর চক্রের মূলহোতাসহ ৯ চোর চক্রের সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে জিএমপি হেডকোয়ার্টারে এক সংবাদ সম্মেলন এসব তথ্য জানান উপ-পুলিশ কমিশনার (অপরাধ উত্তর) আবু তোরাব মোঃ শামছুর রহমান।
গ্রেফতারকৃতরা হলেন, ইয়াসিন (১৯), ইলিয়াস (২৭),রমজান (৩০), নাহিদ (২৩),বেলাল খা (৪০),
আব্দুল আলিম @ আলিম (৩০),কাশেম বেপারী (৩৫),বাবুল মিয়া (৪০) এবং আবু বকর সিদ্দিক (৫২)।
উপ-পুলিশ কমিশনার বলেন, গত (৫ সেপ্টেম্বর) রাত দশটায় সময় বাসন থানাধীন ভোগড়া বাইপাস এলাকায় স্কয়ার ফ্যাক্টরীর সামনে থেকে একটি পিক-আপ চুরি হয়। পরে ভুক্তভোগী ৯ সেপ্টেম্বর বাসন থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরে অভিযানে নামে পুলিশ। প্রথমে গাজীপুরের শ্রীপুর থানাধীন এলাকা থেকে ইয়াসিন এবং ইলিয়াসকে ১টি পিকআপসহ গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।
পরে আদালত তাদেরকে একদিনের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ রিমান্ডে জিজ্ঞাসাবাদে তারা আন্তঃজেলা গাড়ী চুরি চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেন। পরবর্তীতেন গ্রেফতারকৃতদের নিয়ে অভিযানে গিয়ে সদর থানাধীন সালনা ও কালিয়াকৈর ফুলবাড়িয়া এলাকার থেকে বাকি সদস্যদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের হেফাজতে থাকা বেশ কয়েকটি পিক-আপ জব্দ করা হয়।
সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ উত্তর) মোঃ খায়রুল আলম, সহকারি পুলিশ কমিশনার (সদর জোন) ফাহিম আসজাদ,বাসন থানার অফিসার ইনচার্জ মোঃ আবু সিদ্দিক,পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.রফিকুল ইসলাম প্রমুখ।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.