গাজীপুর সিটি কর্পোরেশনের দীঘিরচালা এলাকায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গেল-বুধবার রাতে নগরীর দীঘিরচালা এলাকায় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।
নিহত ওই যুবকের নাম কবির হোসেন (২৬)। তিনি কুমিল্লা জেলার হোমনা থানার কৃষ্টপুর গ্রামের মোঃ মোস্তাফা মিয়ার ছেলে। পরিবার নিয়ে নগরীর সালনা এলাকায় ভাড়াবাসায় থেকে ফেরি করে বাদাম, সোলা, বুট ও শসা বিক্রি করতো।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানায়, বুধবার রাতে কোন এক সময় দুর্বৃত্তরা কবিরকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি ভাবে কুপিয়ে জখম করে চলে যায়। এরপর কবির মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ) জাকির হাসান জানান, এখনো হত্যার আসল রহস্য উদঘাটন করা যায়নি কে বা কারা কি কারণে তাকে কুপিয়ে হত্যা করেছে। তিনি বলেন, বিষয়টি তদন্ত চলছে পরে বলা যাবে।