গাজীপুরে গত ২৪ ঘন্টায় ৬৫ জনের শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ আক্রান্ত শনাক্ত করা হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৯৮৪ জন।
রোববার (২৫ এপ্রিল) বিকেলে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন গাজীপুর সিভিল সার্জন ডাঃ মোঃ খায়রুজ্জামান। সিভিল সার্জন অফিস সূত্রে জানাযায় গত ২৪ ঘন্টায় নমুনা পাঠানো হয়েছিলো ১৮৪ জনের। এর মধ্যে ৬৫ জনের করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ আক্রান্ত শনাক্ত করা হয়েছে। কালিগঞ্জ উপজেলায় -৩ জন,কাপাসিয়ায়-৪ জন, কালিয়াকৈর- ৯ জন, শ্রীপুর ২২ জন এবং গাজীপুর সদরে ২৭ জন।
জেলায় মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৩ হাজার ৬৮৬ জনের। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন ৮ হাজার ১৬৪ জন। জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৭৭ জন। এ পর্যন্ত কালিয়াকৈরে ১০৩৫,কালিগঞ্জ-৭৭২,কাপাসিয়া ৬৫৮,শ্রীপুর-৯৮১,গাজীপুর সদর-৬ হাজার ৫৩৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তের মধ্যে চিকিৎসক, নার্স-স্বাস্থ্যকর্মী, পুলিশ সদস্য ও পোশাকর্মীরা রয়েছেন। সবচেয়ে বেশী আক্রান্তের সংখ্যা গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায়। এর পরই রয়েছে কালিয়াকৈর উপজেলা।