প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ৯:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১, ২০২৩, ১:৪৭ অপরাহ্ণ
গাজীপুরে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক
আটককৃতরা হলেন,হবিগঞ্জের চুনারুঘাট থানার
হালিশ্রি গ্রামের নেয়ামত আলীর ছেলে আব্দুল আলী এবং একই জেলার মৃত আঃ মতিন লাল মিয়ার মেয়ে রুবি আক্তার ওরফে লিমা আক্তার। শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালে তাদেরকে আটক করা হয়।
র্যাব-১ গাজীপুর পোড়াবাড়ি স্পেশালাইজড ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোঃ ইয়াসির আরাফাত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাজীপুরের শ্রীপুর থানাধীন রেলগেট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৪ কেজি গাঁজা যার বর্তমান মূল্য ১ লক্ষ ৬৮ হাজার টাকা, ৪ টি মোবাইল ফোন,৬ টি সীম কার্ড ও নগদ ৩ হাজার ২০ টাকা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান,তারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে গাজীপুরের আশপাশ এলাকায় পাইকারী মূল্যে ক্রয়-বিক্রয় করে আসছে বলে স্বীকার করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান,র্যাবের ওই কর্মকর্তা।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.