গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও একজন। আজ মঙ্গলবার (০১ অক্টোবর) রাত আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, দুই ভাই একসাথে হাত ধরে রাস্তা পারাপার হচ্ছিলো। রাস্তা পারাপারের সময় ময়মনসিংহমুখী একটি দ্রুতগামী গাড়ি তাদেরকে ধাক্কা দেয়। এতে বড় ভাই আহত হয় এবং ছোট ভাই ঘটনাস্থলেই মারা যায়। বড় ভাইকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) অশোক কুমার বর্মণ বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছে। তবে তাদের নাম পরিচয় জানা যায়নি। যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।