গাজীপুর সিটি করপোরেশন এর কাশিমপুরের বাঘবাড়ি এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারীসহ চারজন দগ্ধ হয়েছেন। রোববার (১৭ নভেম্বর) ভোর রাতে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- মো. তানজিল (২২), রাব্বি (২০), শামসুল হক (৬৫) ও রোজিনা হক (৪৯)।
পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন এন্ড প্লাস্টিক সার্জারির জরুরি বিভাগে ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন কাশিমপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নাহিদ ইসলাম।
পুলিশ ও স্থানীয়রা জানান,গাজীপুরের কাশিমপুরে
বাঘবাড়ি এলাকায় গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে রোববার (১৭ নভেম্বর) ভোর রাতে চারজন দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরবর্তীতে শামসুল হক ও রোজিনা হক চিকিৎসা নিয়ে বাসায় চলে আসেন।
গাজীপুর মেট্রোপলিটন কাশিমপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নাহিদ ইসলাম জানান, গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছে। এর মধ্যে শামসুল ও রোজিনা হক স্বামী স্ত্রী। রাব্বি ও তানজিল পেশায় স্যানেটারী মিস্ত্রি। এদের মধ্যে তানজিল ও রাব্বি বেশি দগ্ধ হয়েছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।