প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৫, ২:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৭, ২০২৪, ১:৩২ পূর্বাহ্ণ
গাজীপুরে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু
গাজীপুর মহানগরীর পূবাইলে ট্রেনে কাটা পড়ে ফজল মিয়া (৫৫) নামে এক বাক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে নগরীর পূবাইলের ৪০ নং ওয়ার্ড এর মাঝুখান এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত হলেন ফরিদপুর জেলার মাদারীপুর থানার লক্ষিপুরা গ্রামের মৃত হাসান আলীর ছেলে।
স্থানীয়রা জানান, সকালে রেললাইন ধরে হেটে যাওয়ার সময় এ দূর্ঘটনা ঘটে। গত দুই সপ্তাহে এই লাইনে আরো দুই জন ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে।
নরসিংদী রেলওয়ে ফাড়ির ইনচার্জ নাজিউর ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে রেলওয়ে পুলিশ পাঠানো হয়েছে। তিনি বলেন,শুনেছি নিহত ফজল মিয়া একজন বাক প্রতিবন্ধী ছিলেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.