প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৫, ১:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২২, ২০২৪, ১২:২৪ পূর্বাহ্ণ
গাজীপুরে তিতাসের অভিযান,শতাধিক বাড়ীর অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন
গাজীপুর জেলা সংবাদদাতাঃ
গাজীপুরে অভিযান পরিচালনা করে প্রায় শতাধিক
বাড়ীর অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমান আদালত। এসময় অবৈধ ভাবে গ্যাস সংযোগ দেওয়ার অপরাধে এ আর ফ্যাশন নামক একটি শিল্প কারখানাকে ৪০ হাজার টাকাসহ সাত জনকে ১ লক্ষ ৫৭ হাজার ৫ শ'ত টাকা জরিমানা করা হয়।
রোববার (২০ এপ্রিল) দুপুরে গাজীপুর মহানগরীর ইটাহাটা এলাকায় জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট লাকী দাস এ অভিযান পরিচালনা করেন। তিতাস গ্যাসের জয়দেবপুর জোনাল বিপণন অফিস এর ব্যবস্থাপক প্রকৌশলী মামুনুর রহমানসহ অন্যন্যা কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
তিতাস গ্যাস জয়দেবপুর জোনাল বিপণন অফিস কর্তৃপক্ষ জানায়, গাজীপুর মহানগরের ইটাহাটা এলাকার শতাধিক বাড়ির আনুমানিক ২ শতাধিক ডাবল চুলায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবং অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে ৭ জনকে ১ লক্ষ ৫৭ হাজার ৫শত টাকা অর্থদন্ড করা হয় । এসময় এ আর ফ্যাশন নামক একটি প্রতিষ্ঠানকেও অবৈধ গ্যাস সংযোগের দায়ে ৪০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.