প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ৮:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৫, ২০২২, ৫:২০ অপরাহ্ণ
গাজীপুরে তিন ছিনতাইকারী গ্রেপ্তার
গাজীপুর সিটি কর্পোরেশনের ভাওয়াল পয়েন্ট ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ছিনতাই সময় তিন যুবককে গ্রেপ্তার করেছে করেছে পুলিশ। গতকাল রাতে তাদেরকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়
এসময় তাদের কাছ থেকে ধারালো একটি সুইচ গিয়ার চাকু দুইটি ধারালো চাপাতি উদ্ধার করা হয।
গ্রেপ্তারকৃতরা হলেন রংপুর জেলার পীরগঞ্জ থানার বড় আমবাড়ি এলাকার রাজু মিয়ার ছেলে সাব্বির (২৩) ময়মনসিংহ জেলার নান্দাইল থানার ভার্টি সাভার এলাকার মৃত রতন মিয়ার ছেলে সুজন (২৩) এবং বগুড়া জেলার নন্দীগ্রাম থানার গোসন ছয়ঘাটি এলাকার সাইফুল ইসলামের ছেলে সোহেল রানা (২২)।
জিএমপি বাসন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মালেক খসরু খান জানান, এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, মাদকসহ ডাকাতির প্রস্তুতির একাধিক মামলা আছে। তিনি আরো বলেন, বাসন থানায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.