প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২৪, ২০২৫, ৩:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৯, ২০২৩, ১:২৪ অপরাহ্ণ
গাজীপুরে দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধে গার্মেন্টস শ্রমিকরা
গতমাসের ওভারটাইম ও ঈদ বোনাসের দাবিতে দ্বিতীয় দিনের মতো রাস্তা অবরোধ করে রেখেছে গার্মেন্ট শ্রমিকরা। সোমবার সকাল পৌনে ১২ টা থেকে কোনাবাড়ী বাইমেইল এলাকায় ফাইজা ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানার শ্রমিকরা একত্রিত হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। এসময় রাস্তার দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এর আগে গতকাল রোববার সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কাজ বন্ধ করে রাস্তা অবরোধ করে রাখে শ্রমিকরা। পরে পুলিশ প্রশাসন ও কারখানা কর্তৃপক্ষের আশ্বাসে অবরোধ তুলে নেয় শ্রমিকরা।
সোমবার (১৯ জুন) সকাল থেকেই শ্রমিকরা কাজ বন্ধ করে বসে থাকে। নাম না বলার শর্তে এক শ্রমিক বলেন ওভারটাইম এবং ঈদ বোনাস না পাওয়া পর্যন্ত কেউ কাজে যোগদান করবো না। পরে সকাল পৌনে ১২ টার দিকে শ্রমিকরা আবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বন্ধ করে বিক্ষোভ করতে থাকে।
ফাইজা ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানার এডমিন অফিসার বজলুর রশিদ বলে, প্রতি মাসের বেতনের সাথে ওভারটাইম দেওয়া হয়। কিন্তু গত মাসে সমস্যার কারণে ওভারটাইম দিতে দেরি হচ্ছে ।
যার কারণে শ্রমিকরা রবিবার সকাল থেকে কাজ বন্ধ করে বিক্ষোভ করতে থাক। পরে তাদেরকে বুঝিয়ে অবরোধ তুলে নেওয়া হয়। সোমবার সকাল থেকেই কাজ বন্ধ করে বসে থাকে শ্রমিকরা। তাদের দাবি গত মাসের ওভারটাইম এবং ঈদ বোনাস আজকেই দিতে হবে। তারা কোন সময় দিতে চাচ্ছেনা কর্তৃপক্ষকে। কিন্তু আজকের মধ্যে ঈদ বোনাস দেওয়া সম্ভব নয়।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানার অফিসার ইনচার্জ কে এম আশরাফ উদ্দিন বলেন, শ্রমিকদের বুঝিয়ে রাস্তা থেকে অবরোধ তুলে নেওয়া হয়। গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছ। তিনি বলেন লাঞ্চের পরে তাদের ওভারটাইম বিকাশের মাধ্যমে পেয়ে যাবে। এবং ঈদ বোনাস এর বিষয়ে কর্তৃপক্ষ শ্রমিকদের সাথে কথা বলতেছেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.