স্টাফ রিপোর্টার :
গাজীপুর মহানগরের কোনাবাড়ী বাইমাইল এলাকায় বিলে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই শিক্ষার্থীসহ তিন জনের মৃত্যু হয়েছে। টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের মরদেহ উদ্ধার করেছে ।এক সঙ্গে তিন জনের নিহত হওয়ায় এলাকায় বইছে শোকের মাতম ।ঘটনাস্থলে ভিড় করেছেন শতশত এলাকাবাসি।
নিহতেরা হলেন, কোনাবাড়ী পূর্বপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে রনি, একই এলাকার কামরুল ইসলামের ছেলে সাব্বির ও কিতাব আলীর ছেলে স্বাধীন। নিহত স্বাধীন কোনাবাড়ির মর্ণিং সান স্কুল থেকে এবছর এসএসসি পরীক্ষায় পাশ করেছে । রনি কোনাবাড়ি জেনুইন রেসিডেন্সিয়াল কলেজে দ্বাদশ শ্রেণিতে পড়ালেখা করতো ।
স্থানীয় কাউন্সিলর নাসির উদ্দিন মোল্লা জানান, এক পরিবারের ১২ জন সদস্য দুপুরে নদীর পানিতে গোসল করতে যায়। এসময় একজন নিখোঁজ হলে অন্যরা তাকে খুঁজতে গিয়ে ৪ জন নিখোঁজ হয় । একজনকে জীবিত উদ্ধার করা হলেও তিন জনকে খোঁজে পাওয়া যায় না । ফায়ার সার্ভিসের ডুবুরী দল ঘটনাস্থলে পৌছে প্রায় এক ঘন্টার চেষ্টা তাদের মরদেহ উদ্ধার করে ।
টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরী দলের লিডার আশরাফুল ইসলাম জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে ৫ সদস্যের ডুবুরী দল ঘটনাস্থলে পৌছে প্রায় এক ঘন্টার চেষ্টায় তিন জনের মরদেহ উদ্ধার করা হয় ।