প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৫, ১:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৫, ২০২৪, ৭:৫৩ অপরাহ্ণ
গাজীপুরে বিশ্ব পরিবেশ দিবস পালন
গাজীপুর জেলা সংবাদদাতাঃ
করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা,অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর এর আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ জুন) সকাল ৯ টার সময় বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের অংশ হিসেবে একটি বর্ণাঢ্য র্যালীর আয়োজন করা হয়। র্যালীটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
পরে নাট মন্দিরের সামনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা,আলোচনা সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুনুল করিম এর
সভাপতিত্বে জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবিদা সুলতানা,গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ নয়ন মিয়াসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং জেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
গাজীপুর পুলিশ সুপার কাজী শফিকুল আলম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এর উপ-পুলিশ কমিশনার আবু তোরাব মোঃ শামসুর রহমান গাজীপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যাপক এম. এ বারী, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর ভারপ্রাপ্ত সভাপতি ড. মোঃ সালমান।
পরিশেষে চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এছাড়াও আলোচনাসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আগত অতিথিদের প্রত্যেককে শুভেচ্ছা স্মারক হিসেবে পরিবেশবান্ধব গাছ উপহার দেওয়া হয়।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.