
গাজীপুরের কোনাবাড়ী জরুন এলাকায় ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক) এর উদ্যোগে পোষাক শিল্পে কর্মরত নারী শ্রমিকদের মাঝে স্বাস্থ্যবিধি চর্চার সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। রোববার (৯ জানুয়ারি) সকালে কাউসার আহম্মেদ স্কুল এন্ড কলেজ মাঠে এ উপকরণ বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশন এর ০৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কাউসার আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র ওয়ার্ড আওয়ামিলীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, স্কুলের প্রধান শিক্ষক মোঃ সজিব মিয়া এবং ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক) এর কমিউনিটি মোবিলাইজার মোঃ মিজানুর রহমান। এসময় ওই কর্মকর্তা বলেন,বিভিন্ন পোষাক শিল্পে কর্মরত নারী শ্রমিকদের মাঝে স্বাস্থ্যবিধি চর্চার জন্য দুইটি লাক্স
সাবান,তিব্বত (৫৭০) সাবান দুইটি,মাস্ক দুইটি এবং স্যানিটারি হ্যান্ড ওয়াশ দুটি করে বিতরণ করা হয়।

62