প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৫, ৪:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৩, ২০২৩, ৪:৪৩ অপরাহ্ণ
গাজীপুরে ময়লার গাড়ীর ধাক্কায় রাজমিস্ত্রীর মৃত্যু
গাজীপুর সিটি করপোরেশন এর ময়লার গাড়ীর ধাক্কায় এক অটোরিকশার যাত্রী নিহত হয়েছে। সোমবার (২৩ জানুয়ারি) সকালে কোনাবাড়ী আমবাগ আঞ্চলিক সড়কে পিএন গার্মেন্টস এর মোড়ে এই দূর্ঘটনা ঘটে।
নিহত শাহজাহান মিয়া (৩০) কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার বালা কান্দি মুক্তাপড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে। সে কোনাবাড়ী থানাধীন বাইমাইল কাদের মার্কেট এলাকায় মিজানের বাসায় পরিবারসহ ভাড়া থেকে রাজমিস্ত্রীর কাজ করতো।
গাজীপুর সিটি করপোরেশন এর ১০ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ দেলোয়ার হোসেন দুলাল জানান,আজ সকাল ৯ টার দিকে কোনাবাড়ী আমবাগ আঞ্চলিক সড়কে পিএন গার্মেন্টসের মোড়ে ময়লার গাড়ী বেকে দেওয়ার সময় কোনাবাড়ী থেকে দ্রুতগতিতে আসা অটোরিকশা ময়লার গাড়ীর পিছনে লাগিয়ে দেয়। এতে অটোরিকশার
যাত্রী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মাইকেল বণিক দূর্ঘটনায় অটেরিকসার যাত্রী নিহতের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন এঘটনায় কাউকে আটক করা যায়নি। এবিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.