প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৫, ১০:০০ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৮, ২০২৪, ২:১২ অপরাহ্ণ
গাজীপুরে রাস্তা অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ,সাড়ে ৩ ঘন্টা পর যানচলাচল স্বাভাবিক
গাজীপুর জেলা সংবাদদাতাঃ
গাজীপুরের টঙ্গী খাঁ পাড়া এলাকায় বকেয়া বেতনের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে পোশাক কারখানার শ্রমিকরা।
মঙ্গলবার (২৮ মে) সকাল ৯ টার সময় মহানগরীর টঙ্গী পশ্চিম থানাধীন খাঁ পাড়া এলাকায় মিফকিফ অ্যাপারেলস লি: কারখানার শ্রমিকরা গত মাসের বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এসময় মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।
পরে তারা গাজীপুরা সাতাইশ হতে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে গাছা থানাধীন মালেকের বাড়িস্থ গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়রের বাসায় সামনে অবস্থান করেন।
জানা যায় এই কারখানায় প্রায় সাড়ে ৫ শ' শ্রমিক কর্মরত আছে। নাম প্রকাশ না করার শর্তে এক শ্রমিক বলেন, আজ মাসে ২৮ তারিখ এখনো বেতন পাইনি। কিভাবে চলবো আমরা রুম ভাড়া দোকান বাকী নিয়ে বিপাকে আছি।
গাজীপুর মেট্রোপলিটন গাছা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন জানান, সকাল ৯ টা থেকে একটি পোশাক কারখানার শ্রমিকরা গত মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। পরে তাদের বুঝিয়ে রাস্তা থেকে তুলে নেওয়া হয়। প্রায় সাড়ে ৩ ঘন্টা পর মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয় বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.