আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে শিল্প এলাকায় আইনশৃঙ্খলা এবং বেতন বোনাস সংক্রান্তে গাজীপুর জেলার শিল্প মালিকদের সাথে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ এপ্রিল) সকালে কৃষি গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার মোঃ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্প পুলিশের অতিরিক্ত ডিআইজি এ কে এম আওলাদ হোসেন।
এসময় বক্তব্য রাখেন স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী, স্প্যারো গার্মেন্টসের এমডি শোভন ইসলাম, জিএমপি'র অতিরিক্ত কমিশনার ইলতুৎমিশসহ বিভিন্ন কারখানার মালিক, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিজিএমইএ এবং বিকেএমইএ'র নেতৃবৃন্দ অংশ নেন।
মতবিনিময় সভায় যথাসময়ে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধে শিল্প মালিকদের সহযোগিতা চান শিল্প পুলিশ কর্তৃপক্ষ। মালিকদের বৈধ স্বার্থ রক্ষা এবং উৎপাদন যাতে ব্যাহত না হয় সে ব্যাপারে জীবনের ঝুঁকি নিয়ে হলেও অব্যাহত সুবিধা নিশ্চিত করার কথা জানায় পুলিশ। অপরদিকে কারখানা কর্তৃপক্ষও শৃঙ্খলা রক্ষা ও মহাসড়কের ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।
ওই মতবিনিময় সভায় শতাধিক কারখানার মালিকরা উপস্থিত ছিলেন ।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।