গাজীপুরের কালিয়াকৈরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে প্রকাশ্য দিবালোকে কয়েক শত মানুষের সামনেই মা, বোন ও ভগ্নিপতি কে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে জাকারিয়া জয় (৩৪) নামের এক যুবক।
শনিবার (৩১ আগস্ট) সকাল ১০ টায় উপজেলার মৌচাক বাস স্ট্যান্ড এলাকায় বনলতা হোটেলের সামনে এ ঘটনা ঘটে।
হামলাকারী জাকারিয়া জয় হলেন,উপজেলার সফিপুর পূর্বপাড়া এলাকার মৃত সুলতান আহমেদের ছেলে।
পুলিশ ও আহতরা জানান,দীর্ঘদিন যাবত সম্পত্তি নিয়ে হামলাকারী জাকারিয়া জয় মা কহিনূর বেগম ও বোন ছালমা বেগমকে নানা ভাবে নির্যাতন করে আসছিলো।শনিবার সকালে কহিনূর বেগম ও ছালমা বেগম মৌচাক বাজারে কেনাকাটা করার জন্য যায়।পরে জাকারিয়া জয় খবর পেয়ে ৫/৭ কে সাথে নিয়ে মৌচাক বাস স্ট্যান্ডে বনলতা হোটেলের সামনে তাদের আটক করে মারধর করে আটকিয়ে রাখে। পরে ছালমা বেগমের স্বামী আনোয়ার হোসেন খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে স্ত্রী ছালমা বেগম ও শাশুড়ী কহিনূর বেগমকে উদ্ধার করতে এগিয়ে আসলে জাকারিয়া জয় তার দলবল নিয়ে দেশিও অস্ত দিয়ে আনোয়ার হোসেনের উপর হামলা চালিয়ে তার ডান হাত ভেঙ্গে ফেলে এবং মাথা ফাটিয়ে রক্তাক্ত করে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কয়েক শত মানুষ এর মধ্যে দুই একজন হামলাকারী জাকারিয়া জয় ও তার সঙ্গীদের বাধা দেয়ার চেষ্টা করলে তাদের উপরও হামলা চালায় জাকারিয়া ও তার সঙ্গীরা। পরে স্থানীয় কয়েকজন যুবক এসে তাদের বাধা দিয়ে আশঙ্কা জনক অবস্থায় আনোয়ার হোসেন, তার স্ত্রী ছালমা বেগম ও শাশুড়ী কহিনূর বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ পাঠায়। খবর পেয়ে কালিয়াকৈর থানার পুলিশ সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ গিয়ে হামলার শিকার তিনজনকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়।
আহত আনোয়ার হোসেন জানান, জাকারিয়ার সাথে তার কোন শত্রুতা বা বিরোধ নেই। সম্পত্তি নিয়ে তাদের পারিবারিক বিরোধ রয়েছে রয়েছে।সপই বিরোধের জেরে জাকারিয়া তার মা কহিনুর বেগম এবং আমার স্ত্রীর সালমা বেগমের উপর বেশ কয়েকবার হামলা চালিয়েছিল ওই সব বিষয়ে মামলাও চলমান রয়েছে। শনিবার সকালে আমার স্ত্রী সালমা এবং আমার শাশুড়ি কোহিনুর বেগম মৌচাক বাজারে কেনাকাটা করতে গেলে তাদের উপর হামলা চালিয়ে আটকে রাখে পরে আমি তাদের উদ্ধার করতে গেলে জাকারিয়া ও তার সঙ্গীরা আমার উপর হামলা চালিয়ে রক্তাক্ত করে তারা আমাকে মেরে ফেলতে চেয়েছিল পরে স্থানীয় যুবকরা আমাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিএসও লুৎফর রহমান জানান, রক্তাক্ত অবস্থায় আনোয়ার হোসেন নামের একজন কে হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
কালিয়াকৈর থানার এসআই আলমগীর রায়হান জানান জাকারিয়া জয় নামে এক যুবক তার মা-বোন এবং ভগ্নিপতির উপর হামলা চালিয়ে তাদের রক্তাক্ত করেছে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।