শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ০৬:০৮ অপরাহ্ন

গাজীপুরে সাফারী পার্কে আরো একটি জেব্রার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ
  • সময় কাল : শনিবার, ২৯ জানুয়ারি, ২০২২
  • ৭৮ বার পড়া হয়েছে।

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ফের একটি জেব্রার মৃত্যু হয়েছে। এনিয়ে এক মাসে মারা গেছ ১১টি জেব্রা। এদিকে নতুন করে জেব্রার মৃত্যুর কারণ জানতে ফের বৈঠকে বসেছে বিশেষজ্ঞদল।

শনিবার (২৯জানুয়ারি) বিকেলে জেব্রার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কের প্রকল্প পরিচালক মো: জাহিদুল কবির।

মো: জাহিদুল কবির জানান, আজ সকালে জেব্রা পালের দুটি জেব্রা অসুস্থ হয়ে পড়ে যায়। তাৎক্ষণিক দুটি জেব্রাকে চিকিৎসা দেয়া হয়। এর মধ্যে একটি জেব্রা মারা যায়। অপর জেব্রাটির চিকিৎসা চলছে। বিশেষজ্ঞ টিম পার্কে পৌছে তাদের কাজ শুরু করেছেন। এ টিমের পরামর্শ মতো প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করবে বন বিভাগ কর্তৃপক্ষ।

উল্লেখ্য, গত ২ জানুয়ারি থেকে ২৪জানুয়ারি পর্যন্ত পার্কের কোর সাফারীর জোনের আফ্রিকান সাফারীতে ৯টি জেব্রা মারা যায়। নয়টি জেব্রার মৃত্যুর কারণ জানতে সাফারী পার্কে বৈঠক শেষে এর কারণ হিসেবে ব্যাকটেরিয়ার আক্রমণকে দায়ী করেছিল বিশেষজ্ঞ দল।

 

2
Spread the love

নিউজটি শেয়ার করুন....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরোও খবর
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি দণ্ডনীয় অপরাধ
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102