প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ৬:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৯, ২০২৩, ৬:১৩ অপরাহ্ণ
গাজীপুরে সেই যুবমহিলালীগ নেত্রীকে দল থেকে অব্যাহতি
গাজীপুর মহানগর যুবমহিলালীগের সাংগঠনিক সম্পাদক সুলতানা লতা শোভাকে তার দলীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। গাজীপুর মহানগর যুবমহিলালীগের সভাপতি এ্যাড.আয়েশা আক্তার ও সাধারণ সম্পাদক আনোয়ারা সরকার আনুর স্বাক্ষরিত একপত্রে এ তথ্য জানা গেছে।
শনিবার (২৮ জানুয়ারি) বিভিন্ন গণমাধ্যমে গাজীপুর মহানগর যুবমহিলালীগের সাংগঠনিক সম্পাদক সুলতানা লতা শোভার মাদক সেবনের ভিডিও ভাইরাল হলে রীতিমতো সমালোচনা শুরু হয় পুরো এলাকা জুড়ে।
অব্যাহতি পত্র থেকে জানা যায়,বাংলাদেশ যুব মহিলালীগের গাজীপুর মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক সুলতানা শোভা এর মাদক সেবনের ছবি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগে মাধ্যমে প্রকাশ হওয়ার কারণে দলের শৃঙ্খলা ও ভাবমূর্তি ক্ষুন্ন হয়। শৃঙ্খলা ভঙ্গ করার কারণে গাজীপুর মহানগর যুব মহিলা লীগের সাংগঠনিক পদ থেকে আপনাকে অব্যাহতি প্রদান করা হইল।
এবিষয়ে জানতে সুলতানা লতা শোভার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। গাজীপুর মহানগর যুবমহিলালীগের সাধারণ সম্পাদক আনোয়ারা সরকার আনু বলেন,দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ব্যক্তি অপরাধের দায় দল নিবেনা। যে অপরাধ করবে তার শাস্তি তাকেই ভোগ করতে হবে। এছাড়াও তাকে ২০১৮ সালে একবার দল থেকে অব্যাহতি দেয়া হয়েছিল বলে জানান তিনি ।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.