গাজীপুরে স্বাস্থ্যবিধি মেনে সকল শিক্ষা প্রতিষ্টান খুলে দেয়ার দাবীতে মানব বন্ধন করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,ছাত্র ছাত্রী ও অভিভাবকরা। সকালে চান্দনা চৌরাস্তায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষকরা বলেন,করোনার প্রেক্ষাপটে স্বাস্থ্যবিধি মেনে স্কুল খুলে দেয়াই উত্তম। শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় শিক্ষার্থীরা বিপথগামী হয়ে পড়ছে। লেখাপড়ায় মনোযোগ নেই। এতে দিন দিন শিক্ষার্থীরা ঝরে পরছে। তাই অবিলম্বে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানান তাঁরা।শিক্ষার্থীরাও বলেন, স্কুল বন্ধ থাকাতে তারা গৃহবন্ধী হয়ে পরেছেন। সরকারের কাছে তাদের দাবী খুব তারাতারি যেন স্কুল খুলে দেয়া হয়।