প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ১০:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৯, ২০২৩, ৯:০৩ পূর্বাহ্ণ
গাজীপুরে হেরোইনসহ গ্রেফতার-১
গাজীপুরের সালনাবাজার এলাকা থেকে ২শ' ৬৫ গ্রাম হেরোইনসহ সৈয়দ রিফাত (২০) নামে এক যুবককে আটক করেছে র্যাব-১ এর সদস্যরা। গতকাল সন্ধ্যায় তাকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে সালনা বাজার অটোস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রিফাত ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার বড়নগর গ্রামের সৈয়দ রানার
ছেলে।
র্যাব জানায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক দ্রব্য ক্রয়বিক্রয়ের সময় তাকে হাতে
নাতে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ২শ' ৬৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার বর্তমান মূল্য ২৬ লাখ ৫০ হাজার টাকা।
গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোঃ ইয়াসির আরাফাত হোসেন জানান,
ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে সালনা বাজার অটোস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সে গাজীপুরের আশপাশ এলাকায় পাইকারী ও খুচরা মূল্যে ক্রয়-বিক্রয় করে আসছে বলে স্বীকার করে। তিনি আরো বলেন, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য গাজীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.