
গাজীপুরে হেরোইন ও ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১।
গতকাল দুপুরে গাজীপুর সিটি করপোরেশন এর ভোগড়া বাইপাস এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, সিরাজগঞ্জ জেলার সদর থানার ঘোড়াছাড়া এলাকার মৃত্যু সেকিম আলীর ছেলে সেলিম রেজা (৩৪) ও একই থানার গজারিয়া গ্রামের ফরিদুল ইসলামের মেয়ে মিম খাতুন (১৮)।
এ সময় তাদের কাছ থেকে ৪০০ গ্রাম হেরোইন ১ হাজার ৬৬০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪০টি যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধারসহ মাদক বিক্রির দুই লক্ষ ১৬ হাজার ১৮৫ টাকা এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
গাজীপুর র্যাব-১ এর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এ এস এম মাইদুল ইসলাম জানান, আটককৃতরা গাজীপুরসহ ঢাকায় বিভিন্ন এলাকায় মাদক পাইকারি ও খুচরা ক্রয়বিক্রয় করে আসছিলো ।

31