গাজীপুরের কাশিমপুর সুরাবাড়ী এলাকা থেকে দশ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আজ বিকেলে চারটা সময় কাশিমপুর থানার উপ-পরিদর্শক (এসআই) দিপঙ্কর রায়সহ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে সুরাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত আবুল কালাম (৫৫) ওরফে কালা মিয়া ওই এলাকার মৃত আবুল হাশেমের ছেলে। পুলিশ জানায় কালামিয়া একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী তার বিরুদ্ধে আরও ৬ টি মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে গাজীপুরসহ বিভিন্ন এলাকায় মাদক বেচা কেনা আসছিল।
জিএমপি কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবে খোদা বলেন, মাদকের বিরুদ্ধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করে থাকি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী আবুল কালাম ওরফে কালা মিয়াকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে দশ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।