প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৬, ২০২৫, ১১:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৩, ২০২৩, ১০:১৫ পূর্বাহ্ণ
গাজীপুরে ২টি কাভার্ডভ্যানে আগুন
গাজীপুর মহানগরীর দক্ষিণ সালনা এলাকায় ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে ২টি কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুষ্কৃতিকারীরা। বিএনপি জামায়েতের ডাকা ৬ষ্ট দফা ৪৮ ঘন্টা অবরোধের দ্বিতীয় দিনে আজ (২৩ নভেম্বর) সকাল ৭ টা সময় দক্ষিণ সালনা এলাকায় এঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায় আজ সকাল ৭ টা সময় বিসমিল্লাহ এন্টারপ্রাইজ এবং গুড উইল ক্যারিয়ার প্রতিষ্ঠানের দু্ইটি কাভার্ড ভ্যান ময়মনসিংহ যাওয়ার সময় দক্ষিণ সালনা এলাকায় পৌঁছলে ৩ থেকে চারটি মোটরসাইকেলে করে ৭ থেকে ৮ জন যুবক ইটপাটকেল নিক্ষেপ করে গাড়ি গতিরোধ করে পেট্রোল দিয়ে অগ্নিসংযোগ করে দ্রুত পালিয়ে যায়।
খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিস ও সদর থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। ফায়ারসার্ভিস এর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করে । তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
গাজীপুর ফায়ারসার্ভিস এর উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন,আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়। তিনি আরো বলেন, এ ঘটনায় কোন হতাহত হয়নি।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.