প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ৯:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৩০, ২০২৩, ৯:২৪ অপরাহ্ণ
গাজীপুরে ২১ কেজি গাঁজাসহ গ্রেফতার-১
গাজীপুরের কাপাসিয়া উপজেলার উজলী দিঘীরপাড় এলাকা হতে ২১ কেজি গাঁজাসহ মোঃ দুলাল মিয়া (৪৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১ এর সদস্যরা। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত দুলাল মিয়া,ব্রাহ্মণবাড়িয়া জেলার
বিজয় নগর থানার আদমপুর এলাকার মৃত কাছম
আলীর ছেলে। আজ সকালে এসব তথ্য জানান,গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোঃ ইয়াসির আরাফাত হোসেন।
র্যাব জানায় শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে
গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে একটি ট্রাকে করে গাঁজার বড় চালান কাপাসিয়া উপজেলার দিকে আসছে। পরে র্যাবের একটি অভিযানকি দল উপজেলার উজলী দিঘীরপাড় মেসার্স জাহান ফিলিং স্টেশন এর সামনে কিশোরগঞ্জ টু কাপাসিয়াগামী মহাসড়কের উপর চেকপোস্ট পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোঃ ইয়াসির আরাফাত হোসেন জানান, ওই মাদক ব্যবসায়ী অত্যান্ত সু-কৌশলে আলাদাভাবে তৈরিকৃত ক্যারিয়ার বক্সে রক্ষিত ২১ কেজি গাঁজা, যার আনুমানিক মূল্য ২ লক্ষ ৫২ হাজার টাকা। এমন সময় ২১ কেজি গাঁজা, ১টি ট্রাক, ২টি মোবাইল ফোনসহ নগদ একশত ৫০ টাকা উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন,সে দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় পাইকারী ও খুচরা মূল্যে ক্রয়-বিক্রয় করে আসছে বলে স্বীকার করে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে কাপাসিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.