প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ১০:২০ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৪, ২০২৪, ১:০১ পূর্বাহ্ণ
গাজীপুরে ৫৮ কেজি গাঁজা উদ্ধার,গ্রেফতার-৪
গাজীপুরে পৃথক অভিযানে ৫৮ কেজি গাঁজার চালান উদ্ধার করেছে র্যাব-১ এর সদস্যরা। এসময় মাদক ব্যবসায়ী কাওসার ব্যাপারী(২৭), ইব্রাহিম (৩৫),মোঃ মিঠু (২০) এবং সাহিদ (১৯) কে গ্রেফতার করেছে তারা।
রোববার (১৩ অক্টোবর) বিকেল পৌনে চারটার সময় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে মহানগরীর মেসার্স রাশেদুল এন্টারপ্রাইজ এর সামনে চেক পোস্ট বসিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে ৪০ কেজি গাঁজা ২টি মোবাইল ফোন নগদ ৫৫০ টাকা উদ্ধার করে। যার বর্তমান মূল্য ৬ লক্ষ টাকা। একই দিনে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা গাজীপুর গামী একটি সিএনজি যোগে গাঁজার একটি বড় চালান আসছে। এমন সংবাদের ভিত্তিতে গাজীপুর পোড়াবাড়ি র্যাব-১ এর একটি আভিযানিক দল তাৎক্ষণিকভাবে জিএমপি গাজীপুর সদর থানাধীন রাজেন্দ্রপুর চৌরাস্তার পূর্ব পাশে সিএনজি স্ট্যান্ড এর সামনে ভাওয়াল জাতীয় উদ্যানের পাশে কাপাসিয়া টু গাজীপুর গামী মহাসড়কের উপর চেকপোস্ট বসিয়ে ১৮ কেজি গাঁজা নগদ ১ হাজার ৫০০ টাকা, দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার বর্তমান মূল্য ২ লক্ষ ৭০ হাজার টাকা বলে জানিয়েছেন র্যাব।
র্যাব-১ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (অপস্ এন্ড মিডিয়া অফিসার) মোঃ মাহফুজুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়,তারা দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন জেলা হইতে চোরাই পথে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করিয়া ঢাকা ও গাজীপুরসহ আশে-পাশের বিভিন্ন জেলায় পাইকারী মূল্যে ক্রয়-বিক্রয় করিয়া আসছে বলিয়া স্বীকার করে। তিনি আরো বলেন, আসামীদেরকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিএমপি সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.