প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ১১:০১ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৪, ২০২৩, ১২:৫৪ অপরাহ্ণ
গাজীপুরে ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
গাজীপুরের কাশিমপুর থেকে ৭ বছরের মাদক মামলায় সাজাপ্রাপ্ত মুজাহিদ গাজী নামে (৩২) একজনকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২ টা সময় তাকে নগরীর কাশিমপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মোজাহিদ গাজী পটুয়াখালী জেলার
রাঙ্গাবালী থানার খেনের হাওলা গ্রামের নুর ইসলাম গাজীর ছেলে।
গাজীপুর পোড়াবাড়ি ক্যাপের কোম্পানি কমান্ডার
মেজর মোঃ ইয়াসির আরাফাত হোসেন জানান,
মাদক মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি মোজাহিদ গাজীকে নগরীর কাশিমপুর এলাকা
থেকে যৌথ অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়। তিনি আরো বলেন, সে মামলা রুজুর পর থেকে গাজীপুরের কাশিমপুরসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল বলে জানা যায়। গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.