গাজীপুর সিটি করপোরেশনের বরখাস্ত হওয়া মেয়র জাহাঙ্গীর আলম মামলার অভিযোগের শুনানির জন্য আদালতে যান।
রোববার (৩০ জানুয়ারি) সকালে সাড়ে ১১ টায় গাজীপুর চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে ওই শুনানি হয়। পরে আদালতের বিচারক মোঃ কায়সারুল ইসলাম মামলার অভিযোগের শুনানির জন্য আগামী ৩০ মার্চ ধার্য করেন।
আদালত থেকে বের হয়ে যাওয়া সময় বরখাস্তকৃত মেয়র জাহাঙ্গীর আলম সাংবাদিকের বলেন, মিথ্যা ও ভিত্তিহীন গল্প সাজিয়ে আমার বিরুদ্ধে অভিযোগে দায়ের করা হয়েছে। এমন মিথ্যা মামলা বা অভিযোগ করে যেন কাউকে হয়রানি না করা হয়।
এরআগে, গাজীপুর সিটি করপোরেশনের বাসিন্দা মোঃ আতিক মাহমুদ বাদি হয়ে গাজীপুর মেট্রোপলিটন বাসন থানায় মেয়র জাহাঙ্গীরের বিরুদ্বে একটি মানহানি মামলার দায়ের করেন।