স্টাফ রিপোর্টার :
গাজীপুর কেজি স্কুল এসোসিয়েশন এর পূবাইল মেট্রো থানা ও চারটি ওয়ার্ড কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। আসাদ ক্যাডেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আসাদুজ্জামান আসাদকে সভাপতি, রৌজ কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলের প্রতিষ্টাতা পরিচালক মোঃ বিল্লাল হোসেনকে সাধারণ সম্পাদক এবং মাতৃকোল প্রি ক্যাডেট এন্ড হাইস্কুলের সহ:কারী প্রধান শিক্ষক মোঃ ময়েন উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন
করেন গাজীপুর কেজি স্কুল এসোসিয়েশন এর সভাপতি মোঃ মাসুদুর রহমান মাসুদ ও সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান মাষ্টার।
সোমবার (০৭ জুলাই ) এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এছাড়াও একই দিনে ৩৯ নম্বর ওয়ার্ড থেকে ৪২ নম্বর ওয়ার্ড পর্যন্ত ৪ টি ওয়ার্ডের আংশিক কমিটি গঠন করা হয়। তাদের আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে থানা
কমিটির নিকট জমা দিতে অনুরোধ করা হয়েছে।
ওয়ার্ড কমিটির সদস্যরা হলেন ৩৯ নম্বর ওয়ার্ডে মোঃ বিল্লাল হোসেনকে সভাপতি,জুলহাস মিয়াকে সাধারণ সম্পাদক, শামসুন্ননাহারকে সাংগঠনিক সম্পাদক, ৪০ নম্বর ওয়ার্ডে মকবুল হোসেনকে সভাপতি, আকরাম হোসেনকে সাধারণ সম্পাদক, আব্দুল হালিমকে সাংগঠনিক সম্পাদক,৪১ নম্বর ওয়ার্ডে রবিন বৈধকে সভাপতি,নাইম আলমকে সাধারণ সম্পাদক,মৌসুমি আক্তারকে সাংগঠনিক সম্পাদক,৪২ নম্বর ওয়ার্ডে সালাউদ্দিন মিয়াকে সভাপতি,রাসেল খানকে সাধারণ সম্পাদক,রুবেল মৃধাকে সাংগঠনিক সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। সেই সাথে পূবাই মেট্রো থানা কেজি স্কুল এসোসিয়েশন এর ৬ সদস্য বিশিষ্ট উপদেশষ্টা কমিটি ঘোষণা করা হয়।
২০০৮ সালে গাজীপুর কেজি স্কুল এসোসিয়েশন প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠালগ্নে থেকে এসোসিয়েশনটি মানুষ গড়ার কারিগর হিসেবে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে বলে জানান বক্তারা। এসময় প্রধান অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন,বঙ্গবন্ধু কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ পরিষদ বাংলাদেশ এর সদস্য সচিব ও গাজীপুর কেজি স্কুল এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান মাষ্টার। এছাড়াও আরো উপস্থিত ছিলেন,গাজীপুর কেজি স্কুল এসোসিয়েশন এর যুগ্ম সাধারণ সম্পাদক ও বাসন থানার সভাপতি মোঃ আলমগীর কবীর। পরে নবনির্বাচিত কমিটির সদস্যরা প্রধান অতিথিকে ফুলেরতোড়া দিয়ে শুভেচ্ছা জানান।