গাজীপুর জেলায় শ্রেষ্ট অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন কালিয়াকৈর থানার ওসি আকবর আলী খান। আজ সোমবার ৭ ফেব্রুয়ারী সকালে পুলিশ সুপার কার্যালয়ে জানুয়ারি মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাকেশ্রেষ্ট অফিসার ইনচার্জ হিসেবে ঘোষণা করেন পুলিশ সুপার এস.এম শফিউল্লাহ্ বিপিএম-সেবা। শ্রেষ্টত্ব অর্জন করায় তাকে পুরস্কৃত করা হয়। এসময় পুলিশের উর্ধ্বতন কর্মকতারাও উপস্থিত ছিলেন।
উল্লেখ গত ১ লা জানুয়ারি কালিয়াকৈর থানায় যোগদান করার পর থেকেই অত্র থানার মামলা নিষ্পত্তি, গ্রেফতারী পরোয়ানা তামিল, অবৈধ মাদকদ্রব্য, অস্ত্র-গুলি, বিস্ফোরক দ্রব্যাদি ও চোরাই গাড়ী উদ্ধার, অপহৃত ভিকটিম উদ্ধার, নিয়মিত মামলার আসামী গ্রেফতার ও জনবান্ধব পুলিশিং এ বিশেষ অবদান রাখেন তিনি।
গাজীপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়ায় পুলিশ সুপার,অতিরিক্ত পুলিশ সুপার,সহকারী পুলিশ সুপার, কালিয়াকৈর সার্কেল অফিসারসহ কালিয়াকৈর থানায় কর্মরত সকল অফিসার-ফোর্স ও কালিয়াকৈর বাসীর নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন তিনি । এসময় তিনি বলেন,পুলিশ সুপার গাজীপুর মহোদয়ের সঠিক দিক নির্দেশনা, কালিয়াকৈর থানায় কর্মরত সকল অফিসার-ফোর্সের অক্লান্ত পরিশ্রম এবং কালিয়াকৈর বাসীর সার্বিক সহযোগীতার কারনে এই সাফল্য অর্জন করা সক্ষম হয়েছে। পুলিশী সেবা জনগনের দৌড়গোড়ায় পৌছে দেওয়া ও জনসাধারণের পুলিশী সেবা নিশ্চিত কল্পে সকলের সহযোগীতা কামনা করেন তিনি ।