প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২, ২০২৫, ১১:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৯, ২০২৪, ৩:৫৫ অপরাহ্ণ
গাজীপুর প্রেসক্লাবের বার্ষিক বনভোজন ও ফ্যামিলি-ডে অনুষ্ঠিত
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জামালপুর শাহীনবাগ রিসোর্টে অনুষ্ঠিত হলো গাজীপুর প্রেসক্লাবের বার্ষিক বনভোজন ও ফ্যামিলি-ডে ২০২৪। রোববার (১৮ ফেব্রুয়ারী) দিনভর আড্ডা,সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা ও র্যাফেল ড্র এবং আনন্দ উল্লাস এর মধ্যে দিয়ে শেষ হয় বনভোজন।
বার্ষিক এ বনভোজনে পরিবার পরিজন নিয়ে গাজীপুর প্রেসক্লাবের সাংবাদিকরা প্রায় ২ শতাধিক সদস্য নিয়ে অংশগ্রহণ করে। সকাল ৮ টা সময় গাজীপুর প্রেসক্লাব থেকে কালিয়াকৈর উপজেলার জামালপুর শাহীনবাগ রিসোর্টের উদ্দেশ্যে রওয়ানা হন সদস্যরা। স্পটে পৌঁছে ছোট ছোট বাচ্চাদের গ্লোব নিক্ষেপ, মেয়েদের চেয়ার খেলা,ছেলেদের গ্লোব নিক্ষেপ সহ বিভিন্ন খেলার আয়োজন করে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রতিবছর গাজীপুর প্রেসক্লাব এমন আয়োজন করে বলে জানান, সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন আহম্মদ। এর আগে প্রেসক্লাবের সভাপতি এনামুল হক সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন। এসময় গাজীপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্যসহ অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.