প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৫, ১০:০০ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৭, ২০২২, ৫:২০ অপরাহ্ণ
গাজীপুর মহানগরে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার-৬
এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও ডাকাতি কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয় । গতকাল শনিবার (৬ আগষ্ট) রাত তিনটার সময় জয়দেবপুর টু চান্দনা-চৌরাস্তাগামি রাস্তার উপর এ অভিযান পরিচালনা করে পুলিশ।
আটক ডাকাত দলের সদস্যরা হলেন,শহিদুল ইসলাম ওরফে নবাব (২৪), মোঃ মোবারক হোসেন (১৯),মোঃ মামুন (২৪), সিরাজুল ইসলাম সিফাত (২১), মোঃ দেলোয়ার হোসেন ওরফে দেলু (২৮), মোঃ রিপন মিয়া (২৮)।
তাদের কাছ থেকে ২ টি চাপাতি,২ টি সুইচ গিয়ার চাকু ও ০৬ টি মোবাইল সেট উদ্ধার করা হয়। পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে জিএমপি বাসন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মালেক খসরু খানের নির্দেশে পুলিশের একটি দল গাজীপুর মহানগরের জয়দেবপুর টু চান্দনা-চৌরাস্তাগামি রাস্তার উপর এ অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ছয়জনকে আটক করে পুলিশ।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জিএমপি বাসন থানার অফিসার ইনচার্জ মোঃ মালেক খসরু খান জানান, আটককৃতরা জয়দেবপুর টু চান্দনা-চৌরাস্তাগামি রাস্তার উপর সমবেত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। তিনি আরো জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকজন পালিয়ে গেলেও ৬ জনকে আটক করেছি। এব্যাপারে বাসন থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে
বলে জানান তিনি।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.