গাজীপুর সদর দলিল লেখক ও ভেন্ডার কল্যাণ সমিতির উদ্যোগে শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠান আয়োজন করা হয়। মঙ্গলবার দুপুরে গাজীপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসের মসজিদে প্রথমে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পরে দলিল লেখক ভেন্ডার কল্যাণ সমিতির অফিস কক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান আয়োজন করা হয়।এসময় উপস্থিত ছিলেন গাজীপুর সদর দলিল লেখক ভেন্ডার কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাসিম আহাম্মেদ মিলন, কার্যনির্বাহী কমিটির সভাপতি ফারুক হোসেন, সিনিয়র সহ-সভাপতি সিকান্দার হোসেন, রহমত আলী, সহ-সভাপতি আওলাদ হোসেন,সহ-সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল লতিফ , কোষাধ্যক্ষ আতিকুর রহমান, দপ্তর সম্পাদক, মওদুদুন নবী সিদ্দিক প্রমুখ।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।