পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের একটি সাব ঠিকাদারি প্রতিষ্ঠান নিকিমতের পরিচালকের গাড়িচালককে হত্যা মামলার প্রধান আসামি আব্দুল মমিনকে ঢাকার বাংলামোটর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১২।
সোমবার (২৭ মার্চ) দুপুরে সিরাজগঞ্জের হাটিকুমরুলে র্যাব-১২-এর প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-১২ অধিনায়ক মো. মারুফ হোসেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের গাড়িচালক সম্রাট প্রতিদিনের ডিউটি শেষ করে রাতে বাড়ি ফিরতেন । কিন্তু গত ২৩ মার্চ তিনি বাড়ি ফেরেননি। রাত ৯টার পর থেকে তার মোবাইলও বন্ধ ছিল। পরিবারের লোকজন জানতে পারেন সম্রাট তার বন্ধু আব্দুল মমিনের বাড়িতে গিয়েছিলেন। পরে তারা আব্দুল মমিনের বাড়িতে খোঁজ করতে গেলে তাকে বাড়িতে পাননি। সে সময় সম্রাটের স্ত্রী তাদের সঙ্গে অশোভন আচরণ করেন।
২৫ মার্চ কুষ্টিয়ার শিলাইদহ ঘাট থেকে নিখোঁজ সম্রাটের বস্তাবন্দি মরদেহ তারই চালানো গাড়িতে পাওয়া যায়। পরে নিহত সম্রাটের বাবা ঈশ্বরদী থানায় একটি হত্যা মামলা করেন। হত্যার পর থেকেই আত্মগোপনে ছিলেন আব্দুল মমিন।
মামলাটির ছায়া তদন্ত করে র্যাব-১২-এর একটি দল গতকাল রবিবার রাজধানীর বাংলামোটর এলাকা থেকে মমিনকে গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মমিন জানান, তার স্ত্রীর সঙ্গে সম্রাটের পরকীয়া প্রেম ছিল।এ কারণেই হত্যা করে মরদেহ গাড়িতে রেখেছিল।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।