গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সাবেক মন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এম এ মান্নান (৭২) মৃত্যুবরণ করেছেন।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকেলে ঢাকা ইউনাইটেড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার মৃত্যুতে গাজীপুরে নেমে এসেছে শোকের ছায়া।
অধ্যাপক এম এ মান্নানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার সন্তান এম মঞ্জুরুল করিম রনি।
৭২ বছর বয়সী বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এম এ মান্নান দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। পরে অবস্থার অবনতি হলে গতরাতে তাকে রাজধানীর ইউনাইটেড হসপিটালে লাইফ সাপোর্ট নেওয়া হয়।
তিনি গাজীপুর সিটি করপোরেশন মেয়র থাকার সময়ে ২০১৫ সালে বাসা থেকে গ্রেফতার হন। পরে ২০১৭ সালে আদালত থেকে জামিনে মুক্তি পায়।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।