সিরাজগঞ্জ সদর উপজেলা খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদ গুনেরগাতী পল্লীসমাজের আয়োজনে ব্র্যাক সিরাজগঞ্জ সদর সহযোগিতায় প্রফেসর এম,এ মতিন মেমোরিয়াল বিএনএসবি বেজ আই হাসপিটাল সিরাজগঞ্জ এর উদ্যোগে দরিদ্র নারীদের চক্ষু সেবা প্রদানের জন্য বিশেষ ক্যাম্প -২০২২ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দিনব্যাপী উক্ত বিশেষ ক্যাম্পে বিনামুল্যে দরিদ্র নারীদের চোখের ছানি অপারেশন ও অন্যান্য চক্ষু সেবা দেওয়া হয় এবং সাথে চশমা, ঔষধ ফ্রি প্রফেসর এম,এ মতিন মেমোরিয়াল বিএনএসবি বেজ আই হাসপিটাল সিরাজগঞ্জ এর ইনফ্লুশন অফিসার মো: মাহমুদুল হাসান সিনিয়র প্যামেডিক্স ডা: নজরুল ইসলাম, রিফ্রাকশোনিষ্ট ভা: মো: জিয়াউর কবির,এম এল ওপি সাব্বির হায়দার, অর্গানাইজার সাদবিন ইবনে, সার্বিক সহযোগিতা করেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির এসোসিয়েট অফিসার মো: মাসুদ রানা এবং গুনেরগাতী পল্লীসমাজের সভাপ্রধান ও ইউপি সদস্য সাহিদা খাতুন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।