শিরোনামঃ
সিরাজগঞ্জে জনসাধারণের স্মৃতিতে  পলাশডাঙ্গা যুব শিবির ভদ্রঘাট যুদ্ধ পর্ব বইয়ের মোড়ক উন্মোচন  কাজিপুর পৌর আওয়ামী লীগের সভাপতি মধু তালুকদার সাধারণ সম্পাদক তাছির উদ্দিন চাঁপাইনবাবগঞ্জে রাজশাহী বিভাগীয় আম মেলা সম্মেলন অনুষ্ঠিত লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় নিহত-২, আহত-৭ ছাগল উৎপাদনে চতুর্থ বাংলাদেশ নেপালের বিদ্যুৎ ভারত দিয়ে বাংলাদেশে আনতে দিল্লির সম্মতি সরাসরি ভাতা পাবেন প্রায় দুই কোটি মানুষ দেশের প্রথম অত্যাধুনিক সমুদ্র গবেষণা কেন্দ্র চবিতে দোহাজারী-ঘুমধুম রেললাইন প্রকল্পে বরাদ্দ ১৪শ কোটি টাকা বগুড়ায় গড়ে উঠছে সবুজ অর্থনীতির বলয় প্রথম ভাসমান প্যানেলের সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে রাশিয়া থেকে আসবে ১ লাখ ৮০ হাজার টন সার ৮০ ভাগ শেষ রংপুর-এলেঙ্গা মহাসড়কের কাজ পুরো বাজেটই গরিবের জন্য : অর্থমন্ত্রী আজ ঢাকা জেলা আ.লীগ কার্যালয় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভিসা নীতি নিয়ে আ.লীগ বিএনপির ক্ষতিনা,ক্ষতি বাংলাদেশের,বঙ্গবীর কাদের সিদ্দিকী  কোনাবাড়ী থানা বিএনপির ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা  বিশ্বে ইলিশ উৎপাদনে প্রথম ও চাল উৎপাদনে তৃতীয় বাংলাদেশ শিক্ষায় বরাদ্দ বাড়ছে ৭ হাজার কোটি টাকা : বাড়ছে শিক্ষার্থীদের উপবৃত্তির হার ৬৪ জেলায় ডে-কেয়ার সেন্টার করবে সরকার

গুরুত্ব পাচ্ছে বাংলাদেশ-ভারত অর্থনৈতিক অংশীদারি চুক্তি

কলমের বার্তা / ৭৬ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ২ মার্চ, ২০২২

দ্বিপক্ষীয় বাণিজ্য সমস্যাগুলো সমাধান করতে একটি নতুন অর্থনৈতিক চুক্তি স্বাক্ষরের বিষয়ে অনেক দূর এগিয়ে গেছে বাংলাদেশ ও ভারত, যে চুক্তির মাধ্যমে উভয় দেশ লাভবান হবে বলে মনে করা হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, আগামী ৪ মার্চ দিল্লিতে বাণিজ্য সচিব পর্যায়ের যে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, সেখানে আলোচনার টেবিলে প্রস্তাবিত চুক্তিটি স্বাক্ষরের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পেতে পারে।

আলোচিত চুক্তিটির নাম ‘কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট’ বা সমন্বিত অর্থনৈতিক অংশীদারি চুক্তি, সংক্ষেপে সেপা। সূত্রগুলো জানায়, দিল্লির বৈঠকে আলোচিত কয়েকটি এজেন্ডার অন্যতম একটি হবে সেপা সইয়ের ইস্যুটি।

বাণিজ্য মন্ত্রণালয়ের এক দায়িত্বশীল কর্মকর্তা বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে এমন অনেক ইস্যু আছে যেটি প্রতি বছর আলোচনার টেবিলে উঠলেও এর সমাধান হচ্ছে না। ভারত মনে করছে নতুন এই অর্থনৈতিক চুক্তির মাধ্যমে পুরনো সমস্যাগুলো সমাধান করা সম্ভব। অর্থাৎ ‘সেপা’ হবে এমন একটি চুক্তি-যার লক্ষ্যই হলো বাণিজ্য, বিনিয়োগ ও শিল্পায়ন বাড়ানোর পরিবেশ তৈরি করা। গত কয়েক বছর ধরে বাংলাদেশ পাটসহ আরও কয়েকটি পণ্যের ওপর আরোপিত অ্যান্টিডাম্পিং শুল্ক প্রত্যাহারের অনুরোধ জানাচ্ছে ভারতকে। নতুন একটি কাস্টমস আইন নিয়েও বাংলাদেশের রপ্তানিকারকরা সমস্যায় পড়েছেন। নতুন চুক্তি কাঠামোর মধ্যে এসব বাণিজ্যিক সমস্যা সম্ভব কি-না বাংলাদেশ তা পর্যালোচনা করে দেখছে।কর্মকর্তারা জানান, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণের মূল বিষয়টিই হলো আমদানি-রপ্তানি বাধা দূর করা। এক্ষেত্রে ব্যবসা সহজতর করতে বন্দর ও সড়ক অবকাঠামোগত উন্নয়নের বিষয় রয়েছে। পাশাপাশি শুল্ক-অশুল্ক বাধা দূরীকরণে পদক্ষেপেরও প্রয়োজন হবে। এই চুক্তি স্বাক্ষর হলে চাইলেই কেউ চুক্তির তালিকায় থাকা পণ্যে অ্যান্টিডাম্পিং শুল্ক বসিয়ে বাণিজ্য বাধাগ্রস্ত করতে পারবে না। অর্থাৎ এই চুক্তিটি দুই দেশের মধ্যে উইন উইন পরিস্থিতি তৈরি করতে সক্ষম হবে। এসব বিষয় বিবেচনা করেই সমন্বিত অর্থনৈতিক অংশীদারি চুক্তি স্বাক্ষরের বিষয়টি এবারের বৈঠকে সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ-ভারত সমন্বিত অর্থনৈতিক অংশীদারি চুক্তি করার আলোচনা শুরু হয়েছে ২০২০ সাল থেকে। পরে এ বিষয়ে দুই দেশের সরকারের মধ্যে একটি যৌথ সমীক্ষার উদ্যোগ নেওয়া হয়। ভারতের একটি গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশের ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই) এই যৌথ সমীক্ষা সম্পন্ন করে বাণিজ্য মন্ত্রণালয়ে একটি প্রতিবেদন পাঠায়। গত বছরের সচিব পর্যায়ের বৈঠকে চুক্তি স্বাক্ষরের বিষয়ে নীতিগতভাবে ঐকমত্যে পৌঁছে উভয় দেশ। এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ  বলেন, কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট-এর বিষয়ে ভারতের দিক থেকে আলোচনার প্রস্তাব রয়েছে। চুক্তির বিষয়ে দীর্ঘ সমীক্ষার পর ইতিবাচক মতামতও দিয়েছে বিএফটিআই। তারপরও দুটি দেশের মধ্যে এ ধরনের চুক্তি স্বাক্ষরের বিষয়ে সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায় থেকেই সিদ্ধান্ত আসতে হবে।

টেবিলে আরও যেসব ইস্যু থাকছে : সচিব পর্যায়ের বৈঠকে এবার বাংলাদেশের পক্ষ থেকে এলডিসি উত্তরণের পরও শুল্কমুক্ত বাজার সুবিধা চালু রাখা, ভারতের মালবাহী রেলের খালি কনটেইনারে বাংলাদেশের পণ্য রপ্তানির সুযোগ, ভারতের মাটি ব্যবহার করে নেপাল ও ভুটানে পণ্য ট্রানজিট সুবিধা, পাটপণ্য, ফ্লোটগ্লাসসহ বেশ কয়েকটি পণ্য রপ্তানিতে অ্যান্টিডাম্পিং ডিউটি প্রত্যাহার, ভারতের নতুন কাস্টম আইনে রপ্তানিকারকদের সমস্যা দূর করা ছাড়াও অধিকতর বাংলাদেশি পণ্য রপ্তানির লক্ষ্যে ভারতের বিএসটিআই সনদের স্বীকৃতি ও অশুল্ক বাণিজ্য বাধা দূরীকরণের মতো বিষয়গুলোতে আলোকপাত করা হবে। অপরদিকে ভারতের পক্ষ থেকে সেপা চুক্তি স্বাক্ষরের দিণক্ষণ চূড়ান্ত করা ছাড়াও বাংলাদেশের চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার করে ট্রানশিপমেন্টে পণ্য পরিবহন সুবিধা বাড়ানো, সিরাজগঞ্জে একটি আইসিডি স্থাপন, বাংলাদেশের স্থলবন্দরগুলো দিয়ে ভারতের পণ্য রপ্তানির নিয়ন্ত্রণ তুলে নেওয়ার বিষয়ে আলোকপাত করা হবে বলে জানা গেছে। সংশ্লিষ্টরা জানান, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে ভারত চাইছে তাদের রাজ্যগুলোর সীমান্তে অবিস্থত এলসি স্টেশনগুলো দিয়ে পণ্য রপ্তানির ওপর আরোপিত নিয়ন্ত্রণ যেন তুলে নেয় বাংলাদেশ। দেশটি চাইছে প্রতিটি রাজ্যে কমপক্ষে একটি স্টেশন দিয়ে যেন তাদের সব ধরনের পণ্য রপ্তানির সুযোগ দেওয়া হয়।

15
Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর