জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রতিষ্ঠিত শিক্ষা শান্তি ও প্রগতির পতাকাবাহী, গৌরব ঐতিহ্য সংগ্ৰাম ও সাফল্য মন্ডিত ছাত্র রাজনৈতিক সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে কাজিপুর উপজেলা ছাত্রলীগ।
জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা, কাজিপুরস্থ স্বাধীনতা স্কয়ারে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শহীদদের স্মরণে নিরবতা পালন ও দোয়া, ৭৪ পাউন্ড কেক কর্তন এবং আলোচনা সভার আয়োজন ছিলো উল্লেখযোগ্য।
মঙ্গলবার ৪ জানুয়ারি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থেকে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ-সভাপতি ও সিরাজগঞ্জ-১আসনের সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়। বক্তব্যে তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে দেশ গঠনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়োজিত থাকার উদাত্ত আহ্বান জানান।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিশেষ অতিথি কাজিপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শওকত হোসেন, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজীসহ ছাত্রলীগের নেতৃবৃন্দ।
উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক কামরুজ্জামান বিপ্লব, সাইদুল ইসলাম তালুকদার, সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গোলাম হোসেন,উপজেলা কৃষক লীগ সহ-সভাপতি আতিকুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু।
উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব সরকার, সাধারণ সম্পাদক আলী আসলাম। স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলামসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।