বিশ্বময় প্রতিদিন’ এই স্লোগানকে সামনে রেখে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল হিসেবে গ্লোবাল টেলিভিশনের আনুষ্ঠানিক শুভ যাত্রা উপলক্ষে ঝালকাঠি জেলায় কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০জুন) বিকাল সাড়ে চার টায় টেলিভিশন সাংবাদিক সমিতিতে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এসময় গ্লোবাল টেলিভিশনের ঝালকাঠি জেলা প্রতিনিধি কামরুল হাসান মুরাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড. খান সাইফুল্লাহ পনির। উপস্থিত ছিলেন টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি আজমীর হোসেন তালুকদার, সাধারন সম্পাদক শফিউল আজম টুটুল, সাংবাদিক হাসনাইন তালুকদার দিবস, রাজ্জাক হোসেন পিন্টু, এমদাদুল হক স্বপন, এমরান হোসেন আদনান, ঈমাম হোসেন বিমান, শামীম হোসেন, জহুরুল হক লস্কর প্রমূখ।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।