জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক ইশারা ভাষা দিবস ও আন্তর্জাতিক বধির সপ্তাহ উপলক্ষে গাজীপুরে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমি প্রিতি ফুটবল ম্যাচ। রবিবার বিকেলে অনুষ্ঠিত এ ব্যতিক্রমি ফুটবল ম্যাচে মাঠে অংশ গ্রহণ করেন
শ্রবণ ও বাক প্রতিবন্ধীরা (বধির)।
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ীর জরুন এলাকায় এ খেলার আয়োজন করেন শ্রবণ ও বাক প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থা। জাহাঙ্গীর আলম ফুটবল একাডেমীর সার্বিক সহযোগিতায় খেলায় অংশগ্রহন করেন রাজশাহী বধির ফুটবল একাদ্বশ বনাম চট্টগ্রাম বধির ফুটবল একাদ্বশ।
ব্যাতিক্রমি এ খেলা হাজার হাজার উৎসুক জনতা উপভোগ করেন। খেলার প্রথময়ার্ধে কোন দল গোল করতে না পারলেও দ্বিতীয়ার্ধে রাজশাহী একাদ্বশ দুটি গোল করে বিজয়ী হয়। রাজশাহী একাদ্বশের ৬নং জারসির পরিহিত খেলোয়ার বধির রবিন ম্যানঅপদা ম্যাচ নির্বাচিত হন। বাংলাদেশের রাজশাহী, বগুড়া এবং ঢাকার মিরপুর, বিজয়নগর এলাকার বধির বিদ্যালয়ে লেখাপড়া শেষে গাজীপুরের কোনাবাড়ী জরুন এলাকায় কেয়া কসমেটিকস লিমিটেড নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরী করছেন এসব বধিররা। শ্রবণ ও বাক প্রতিবন্ধী সমাজকল্যান সংস্থায় সারা দেশের প্রায় ৫শতাধিক বধির সদস্য রয়েছে।
বধিরদের প্রীতি ফুটবল ম্যাচে সভাপতিত্ব করেন গাজীপুর সিটি করপোরেশনের ৭নং ওয়ার্ড কাউন্সিলর সংস্থার সভাপতি মো: কাউসার আহম্মেদ।
এসময় উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শেখ আক্কাস আলী, সদস্য আব্দুর রহমান মাষ্টার ০৭ নং ওয়ার্ড আওয়ামিলীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, ০৯ নং ওয়ার্ড আওয়ামিলীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান মাষ্টার, সংস্থার সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম প্রমুখ পরে চ্যাম্পিয়ন দলের খেলোয়ারদের মাঝে ট্রপি তুলেদেন অতিথিরা।