আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২২ উপলক্ষে সহিংসতা ও অস্থিতিশীল পরিস্থিতি রোধকল্পে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ৩ নং চরহাজারী ইউনিয়নে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জের আয়োজনে জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত।
বুধবার বিকাল ৩ টার সময় চরহাজারী ইউনিয়নের আবু মাঝিরহাটস্থ চরহাজারী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ রোমনের সভাপতিত্বে ও কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক ও বিট অফিসার এম আশরাফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসচেতনতা মূলক সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) আকরামুল হাসান।বিশেষ অতিথি বেগমগঞ্জ সার্কেল নাজমুল হাসান রাজীব,
কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এসএম মিজানুর রহমান,রিটানিং অফিসারের প্রতিনিধি আকরাম উদ্দিন,ডিবির ওসি কবির হোসেন।উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল মামুন,চরহাজারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: হুমায়ুন কবির শাহাজাদা,চরহাজারী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মহি উদ্দিন সোহাগ,নুরুজ্জমান স্বপন,মাওলানা শাহজাহান,আবদুল করিম, থানার এ এস আই ও সহকারী বিট অফিসার মোহাম্দ রুবেল মিয়া সহ ইউনিয়ন পরিষদ নির্বাচনের সকল প্রার্থীগন।
সকল চেয়ারম্যান এবং মেম্বার প্রার্থীরা ধারাবাহিকভাবে নিজেদের মতামত / অভিযোগ প্রকাশ করেন এবং একটি অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ, সংঘাতহীন, আশঙ্কামুক্ত নির্বাচন উপহার দেয়ার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
প্রধান অতিথির বক্তব্য কালে অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) আকরামুল হাসান বলেন আমরা সকল
প্রার্থীদের মতামতের উপর ভিত্তি করে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আপনাদের সকলকে আশ্বাস্ত করতেছি।