নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায়,৩ নং চরহাজারী ইউনিয়ন পরিষদের আয়োজনে,৩ নং চরহাজারী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত মেম্বার হাজী শাহ আলম মেম্বারের মৃত্যু পরবর্তীকালীন শোকসভা ও দোয়ার অনুষ্ঠিত হয়।
সোমবার সকাল ১১ টার সময় চরহাজারী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে চরহাজারী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও চরহাজারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ জেড এম মহি উদ্দিন সোহাগ'র সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এস এম রফিক খাঁন।
উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক আজিজুর রহমান, সদস্য মো: আইয়ুব আলী,চরহাজারী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো: নিজাম উদ্দিন,বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা আহছান উল্যাহ,ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম শিপনসহ ইউনিয়ন পরিষদের মেম্বার বৃন্দ।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।