চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ট্রলির ধাক্কায় মোহাম্মদ আলী নামে ৪ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে । বুধবার (০৭ আগষ্ট) আনুমানিক দুপুর ১টার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের লালাপুর গ্ৰামের গ্রামীন সড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহত ওই শিশু ওই এলাকার মেরাজুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার আনুমানিক দুপুর ১ টার দিকে রহনপুর- ভোলাহাট সড়কের লালাপুর নামক স্থানে শিশুটি বাড়ির সামনে রাস্তার ধারে খেলা করছিলো।
এ সময় বিপররীত দিক থেকে আসা ধান ভর্তি একটি ট্রলি তার বুকের উপর দিয়ে চলে গেলে সে গুরুতর আহত হয়। আহতাবস্থায় তাকে পরিবারের লোকজন গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
গোমস্তাপর থানার ওসি আলমাস আলী সরকার সড়ক দুর্ঘটনায় শিশু নিহতের ঘটনাটি নিশ্চিত করেছেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।