মোঃ কবির হাসান চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়ানের দিয়ারখোলসি গ্রামের মোঃঈব্রাহিমের ছেলে মোঃআসমাউল হক,(১৬)গত ১৫ জুলাই দুপুর আনুমানিক ১২ টার দিকে নিজ গ্রাম হতে নিখোঁজ হয় সে মানসিকভাবে অসুস্থ।
তার পরিবার লোকজন আত্মীয়-স্বজনের বাড়ি সহ বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজি করে ও কোথাও না পেয়ে গত শুক্রবার (২২ জুলাই) নাচোল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে যাহার নম্বর ৮৫৬/২২,সাধারণ ডায়েরি অনুযায়ী
উচ্চতা -৪ ফুট ৫ ইঞ্চি মুখমণ্ডল-লম্বাটে গায়ের রং-উজ্জল বর্ণ,নাক লম্বা, চুল কালো ছোট।
পরনে ছিল- খয়েরী রঙ্গের লুঙ্গী ও সাদা রঙ্গের হাফ গেঞ্জি। তাহার পিতার ঈব্রাহিম, ০১৭৭৭১২১১২৬ এবং ডিউটি অফিসার নাচোল থানার ফোন নম্বর ৮০৯৯০৫১৫৫৩।কোন সহৃদয়বান ব্যক্তি উক্ত ব্যক্তির সন্ধান পেলে উক্ত মোবাইল নম্বর ও ফোন নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।