চাঁপাইনবাবগঞ্জ-২(গোমস্তাপুর-নাচোল-ভোলাহাট) আসনের আসন্ন উপ- নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলীয় মনোনয়ন বঞ্চিত দুই আওয়ামীলীগ নেতা।তারা হলেন রাজশাহী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার ও গোমস্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খুরশিদ আলম বাচ্চু।
মনোনয়নপত্র দাখিলের শেষদিনে বৃহস্পতিবার দুপুরে গোমস্তাপুর উপজেলা নির্বাচন অফিসে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মোতাওয়াক্কিল রহমানের নিকট তারা পৃথক-পৃথক ভাবে মনোনয়নপত্র জমা দেন ।বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মোহাম্মদ আলী সরকারের পক্ষে তার ছেলে আহসান হাবিব সরকার ও দুপুর ১ টার দিকে খুরশিদ আলম বাচ্চু নিজেই মনোনয়নপত্র জমা দেন।
এসময় তাদের কর্মী- সমর্থকরা উপস্থিত ছিলেন। এছাড়াও চাঁপাইনবাবগঞ্জ ২ আসনে জাতীয় পার্টি থেকে মোহাম্মদ আব্দুর রাজ্জাক ও জাকের পার্টি থেকে মো: গোলাম মোস্তফা এবং বুধবার আওয়ামলীগ দলীয় প্রার্থী মু: জিয়াউর রহমান ও বাংলাদেশ ন্যাশনালিষ্ট ফ্রন্ট (বিএনএফ) থেকে মো: নবীউর ইসলাম মনোনয়ন পত্র জমা দেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।