সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার পঞ্চক্রোশী ইউনিয়নের মাটিকুরা মাঠপাড়া এলাকায় অভিযান চালিয়ে চার লাখ ৫৬ হাজার টাকার জাল নোটসহ ফরিদুল ইসলাম (২১) নামের একজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এসময় জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। ফরিদুল ইসলাম ওই গ্রামের কালাচাঁনের ছেলে।
বুধবার (১০ মে) সকালে উল্লাপাড়া থানার পঞ্চক্রোশী ইউনিয়নের মাটিকুরা মাঠপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (১১ মে) দুপুর ১২টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) সামিউল আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ফরিদুল ইসলাম তার নিজ বাড়িতে দীর্ঘ দেড় বছর ধরে জাল টাকা তৈরি করে আসছিলেন। তিনি এসব জাল নোট টাঙ্গাইল, পাবনা ও জামালপুরসহ বিভিন্ন জেলায় স্বল্প মূল্যে সরবরাহ করতেন। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে তিনি দুই কোটি টাকার জাল নোট ছাপানোর টার্গেট নিয়েছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।