প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৫, ১২:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৩০, ২০২৪, ১২:০০ অপরাহ্ণ
ছয় ছিফাতের উপর বয়ানের মাধ্যমে শুরু জোড় ইজতেমার দ্বিতীয় দিন
গাজীপুরের টঙ্গী তুরাগ নদের তীরে চলছে জোড় ইজতেমার দ্বিতীয় দিন। বাদ ফজর ছয় ছিফাত এর উপর বয়ানের মাধ্যমে শুরু হয় দ্বিতীয় দিনের কার্যক্রম। জোড় ইজতেমায় দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় দুই লক্ষ হক্কানে ওয়ালামায়ে কেরামগন অংশ নিয়েছেন টঙ্গীর ইজতেমা ময়দানে।
শনিবার (৩০ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন, তাবলীগের শুরায়ে নেজামের ( মাওলানা জোবায়েরের অনুসারীদের) মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান। তিনি বলেন, জোড় ইজতেমার দ্বিতীয় দিনে বাদ ফজর বয়ান করেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। তিনি আরো বলেন, আজ সকাল পৌনে দশটা পর্যন্ত বিভিন্ন দেশের ২৫৭ জন শীর্ষ স্থানীয় মুরব্বি এ জোড় ইজতেমায় অংশ গ্রহণ করেন।
শুক্রবার (২৯ নভেম্বর) বাদ ফজর আম বয়ানের মাধ্যমে শুরু হয়েছে ৫ দিনের জোড় ইজতেমা। আগামী মঙ্গলবার আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হবে ইজতেমা।
উল্লেখ্য ২০২৫ সালে দুইধাপে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারী পর্যন্ত এবং দ্বিতীয় ধাপে ৭ থেকে ৯ ফেব্রুয়ারী পর্যন্ত অনুষ্ঠিত হবে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.