
গাজীপুরের কোনাবাড়ীতে দ্রুত বিচার আইনে মাজেদুল ইসলাম নামে (২৭) এক যুবককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
সোমবার (৭ফেব্রুয়ারী)সকালে তাকে আদালতে পাঠানো হয়। মাজেদুল ইসলাম কোনাবাড়ী থানাধীন হরিণাচালা এলাকার আনোয়ার হোসেন বাবুল এর ছেলে।
গতকাল রাতে শাকিল হোসেন ও তার সহকর্মী রিপা রানী দাসের অভিযোগের ভিত্তিতে তাঁকে আটক করে পুলিশ।
শাকিল হোসেন জানান,গতকাল রাত সোয়া দশটা সময় ডিউটি শেষে আমি ও আমার সহকর্মী রিপা রানী দাস বাসায় যাবার পথে হরিণাচালা এলাকায় পৌঁছামাত্রই মাজেদুল দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে নগদ ৬ হাজার টাকা, একটি মোবাইল এবং আমার সহকর্মীর স্বর্নের এক জোড়া কানের দুল নিয়ে ভয়ভীতি দেখাইয়া চলে যায়। পরে তাৎক্ষণিক থানায় আসিয়া সংবাদ দেই।
কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) শাখাওয়াত ইমতিয়াজ বলেন, খবর পাওয়া মাত্রই তাকে ব্লক রেড দিয়ে ঘেরাও করে হরিণাচালা সেলিম নগরের গলির মধ্যে থেকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে লুন্ঠিত মোবাইল, নগদ টাকা, স্বর্ণালংকার এবং একটি চাকু উদ্ধার করা হয় ।

48